ছাতকে যুবক হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেফতার

ছাতক থেকে সংবাদদাতা ||

ছাতকে অজ্ঞাতনামা যুবকের হত্যার ঘটনায় জড়িত সন্দেহে স্বামী-স্ত্রী দু’জনকে আটক করেছে পুলিশ। 

তাদের দু’জনকেই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো 

হয়েছে। এরা হলো, দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের মৃত রশিদ আলীর পুত্র তাজুল মিয়া ওরফে খসরু 

(৫৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৪৫)। বর্তমানে ওরা ছাতক পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ী 

(লেবারপাড়া) আবাসিক এলাকার বাসিন্দা। পুলিশ শনিবার বিকেলে অভিযান চালিয়ে লোবারপাড়া থেকে 

তাদের আটক করে পুলিশ। উল্লেখ্য, গত ৪ মার্চ দুপুরে ২০বছর বয়সী এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করেছে 

থানা পুলিশ। পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ী (লেবারপাড়া) আবাসিক এলাকার একটি ধানের জমি 

থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মাসুদ রানা বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা 

আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার 

হাবিবুর রহমান (পিপিএম) জানান, আসামী তাজুল মিয়া বিজ্ঞ আদালতে হত্যার দায় স্বীকার করে 

জবানবন্ধি দিয়েছে। আসামীদের রিমান্ডে আবেদন করা হয়েছে,।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন