জিয়া টিভির উদ্বোধন উপলক্ষে এক প্রস্তুতি সভা ভার্চুয়াল মিটিং

News courtesy Kabir Ahmed ||

২০ মে বৃহস্পতিবার অস্ট্রিয়া বিএনপির 

অন্যতম নেতা জনাব মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে  প্রস্তাবিত জিয়া টিভির উদ্বোধন উপলক্ষে এক প্রস্তুতি সভা ভার্চুয়াল ZOOM মিটিংয়ের মাধ্যমে মত বিনিময়  অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ইউরোপের প্রায় ১৮ টি দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক সহ সৌদি আরব,কুয়েত এবং বাংলাদেশ থেকেও অনেকে অংশগ্রহণ করেছেন।

এই ভার্চুয়াল মিটিংয়ে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান। জনাব মাহিদুর রহমান বর্তমানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কমিটি ইউরোপের আহবায়কেরও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করেন জার্মানি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোস্তাক মান্নান। অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপনের জন্য সঞ্চালককে সহযোগিতায় আরও ছিলেন 

অস্ট্রিয়া থেকে আজকের সভাপতি মাসুদুর রহমান মাসুদ,শাহ তৌহিদ কাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইতালি বিএনপি, আলম হোসেন সিনিয়র 

যুগ্ম সাধারণ সম্পাদক বেলজিয়াম বিএনপি, 

শামসুল গাজী ফিনল্যান্ড বিএনপি, ওবায়দুর 

রহমান স্বপন সুইজারল্যান্ড বিএনপি, মাহাবুবুর 

রহমান অসীম সুইজারল্যান্ড বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় 

কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ 

রাস্ট্রপতি জিয়াউর রহমানের নামে ইউরোপ থেকে

একটি টিভি চ্যানেল উদ্বোধন হওয়ায় আমি খুবই 

আনন্দিত। এই টিভির মাধ্যমে শহীদ রাস্ট্রপতি 

জিয়াউর রহমানের বাংলাদেশের প্রতি তাঁর অবদানের 

কথা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করার আহবান 

জানান। তিনি দুঃখ করে বলেন,বাংলাদেশে বর্তমানে

কোন গণতন্ত্র নাই,নাই কোন স্বাধীন গণ মাধ্যম। তিনি

এই ZIA টিভির মাধ্যমে সত্যিকারের বস্তুনিষ্ঠ সংবাদ 

পরিবেশন করে আমাদের বাংলাদেশে গণতন্ত্র  পুনপ্রতিষ্ঠায় অবদান রাখার আশা ব্যক্ত করেছেন। তিনি এই ZIA টিভির উদ্যোক্তাদের আশ্বস্ত করে 

বলেন,এই টিভির ব্যাপারে বিএনপির জাতীয় নেতৃবৃন্দকে অবহিত করবেন।

 

আজকের এই ভার্চুয়াল মিটিংয়ের সভাপতি ও ZIA

টিভির প্রতিষ্ঠাতা উদ্যোক্তা অস্ট্রিয়া বিএনপির 

নেতা জনাব মাসুদুর রহমান মাসুদ বলেন,এই টিভি চ্যানেলে সৃষ্টির উদ্দেশ্য হলো শহীদ রাস্ট্রপতি 

জিয়াউর রহমানের অবদান আমাদের এই প্রজন্মের সামনে উপস্থাপন করা। তাছাড়াও এই ZIA টিভির মাধ্যমে বাংলাদেশের বাহিরে ইউরোপ,মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন কাজকর্ম সকলের সামনে উপস্থাপন করে

পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করা।

 

অনুষ্ঠানে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা

শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের  নামানুসারে একটি অনলাইন টিভির আবির্ভাব হওয়ার সংবাদে

 খুবই আনন্দ ও উৎসাহ প্রকাশ করে সর্বাত্মক 

সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

এই ভার্চুয়াল আন্তর্জাতিক জুম মিটিংয়ে প্রায় শতাধিক 

নেতৃবৃন্দের যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন 

তারা হলেন, জনাব মহিউদ্দিন আহমেদ জিন্টু প্রধান উপদেষ্টা সুইডেন বিএনপি, হাজী আব্দুর রাজ্জাক সভাপতি ইতালি বিএনপি, গাজী মনির আহমেদ সভাপতি ডেনমার্ক বিএনপি, জনাব আকুল মিয়া সভাপতি জার্মান বিএনপি, জনাব কামরুল হাসান জনি সভাপতি ফিনল্যান্ড বিএনপি,জনাব শরিফ উদ্দিন সভাপতি নেদারল্যান্ড বিএনপি, জনাব হামিদুল নাসির সভাপতি আয়ারল্যান্ড বিএনপি ,জনাব জিএম মোখলেসুর রহমান সভাপতি গ্রীস বিএনপি,জনাব মিজানুর রহমান সাবেক সভাপতি সুইজারল্যান্ড বিএনপি, জনাব এম এ তাহের সাধারণ সম্পাদক ফ্রান্স বিএনপি, জনাব নাজমুল আবেদীন মোহন সাধারণ সম্পাদক সুইডেন বিএনপি, জনাব ঢালী  নাসির উদ্দিন সাধারণ সম্পাদক ইতালি বিএনপি, জনাব জুলফিকার আশরাফ সাগর সাধারণ সম্পাদক ফিনল্যান্ড বিএনপি,জনাব ইকবাল হোসেন বাবু সাধারণ সম্পাদক বেলজিয়াম বিএনপি, নজরুল ইসলাম মিন্টু সাধারণ সম্পাদক নেদারল্যান্ড বিএনপি, জনাব জাহিদ মমিন চৌধুরী সিনিয়র সহ-সভাপতি আয়ারল্যান্ড বিএনপি, মিসেস মমতাজ আলো সহ-সভাপতি ফ্রান্স বিএনপি,ইউসুফ তালুকদার সাধারণ সম্পাদক পর্তুগাল বিএনপি।অস্ট্রিয়া থেকে উপস্থিত ছিলেন জনাব হাওলাদার আনোয়ার কামাল, জনাব কবির আহমেদ বাবু ,আখতারুজ্জামান শিবলী।

সুইজারল্যান্ড থেকে আরও উপস্থিত ছিলেন কবির মোল্লা, কাউসার মিয়া ,মাইনুল হক অপু , মাহাবুবুর রহমান,সিরাজুল ইসলাম, ফ্রান্স থেকে রেজাউল করিম রেজা যুগ্ম সাধারণ সম্পাদক ফ্রান্স বিএনপি, স্পেন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ ,বেলজিয়াম বিএনপির যুগ্ম সাধারণ 

সম্পাদক জনাব হারুনুর রশিদ, হাবিবুল ভূঁইয়া 

সোহাগ ,পর্তুগাল থেকে পর্তুগাল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েফ  আহমেদ সুইট ,ইউক্রেন থেকে উপস্থিত ছিলেন সুমন মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ইউক্রেন বিএনপি ,পলাশ আহমেদ সাংগঠনিক সম্পাদক ইউক্রেন বিএনপি, রাশিয়া 

থেকে উপস্থিত ছিলেন হারুন মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক রাশিয়া বিএনপি।

 

ইতালি থেকে আরও উপস্থিত ছিলেন ইটালি 

বিএনপি'র সহ-সভাপতি জনাব শফিকুল ইসলাম তুহিন, ফিরেনস বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর ভুঁইয়া সাগর, সিসিলি বিএনপি'র সভাপতি লিটন মল্লিক, প্রধান উপদেষ্টা বদরুল আলম শিপু, সাধারণ 

সম্পাদক মাসুদ  আকন, শিকদার মোহাম্মদ কায়েস সিনিয়র সহ-সভাপতি ভিসেনসা বিএনপি, জেনোভা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল বেপারী, 

খলিলুর রহমান খোকন ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ,যুক্তরাজ্য থেকে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের  সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন, মিসেস অঞ্জনা আলম সাবেক সদস্য সচিব যুক্তরাজ্য মহিলা দল, ডাক্তার ইসরাত রশিদ, মাওলানা শামীম , রুহুল আমিন বিল্লাল,কিং ফয়সাল, সভাপতি  জাতীয়তাবাদী ফোরাম কুয়েত। কবি আল সিরাজী চট্টগ্রাম বাংলাদেশ,বাধন নাজমুল সৌদি আরব।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন