অভিনেতা মিঠুনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

নির্বাচনী প্রচারে উসকানিমূলক ডায়ালগের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। সোমবার এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ। খবরে বলা হয়, চলতি সপ্তাহেই মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।

গত ৯ মার্চ ব্রিগেডের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। ওই সভায় তিনি বলেছিলেন,‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’ এরপর বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নানা 'হিট' সংলাপ শোনা গিয়েছিল মিঠুনের মুখে।

 

গত ৬ মে মানিকতলা থানায় তার বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে বাংলা সিটিজেন্স ফোরাম।

মামলার এজাহারে বলা হয়, মিঠুনের ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ মন্তব্যের জন্য পশ্চিমবঙ্গে সন্ত্রাস শুরু হয়েছে। মৃত্যু হয়েছে অনেকের। এই অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা মামলার শুনানিতে জানতে চেয়েছিল শিয়ালদহ আদালত। পুলিশকে ১ জুনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন বিচারক।

এরপরই মিঠুনের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহেই মিঠুনকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারে কলকাতা পুলিশ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন