কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে পালালেন নুসরাত

gbn

 জিবিনিউজ 24 ডেস্ক //

কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে তড়িঘড়ি করে পালালেন মোসারাত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান। বুধবার (২৬ মে) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম নামের সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘটনা ঘটে।

বেলা ১২ টায় শুরু হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন ছিল, কিভাবে একজন কলেজ পড়ুয়া তরুণী এত অভিজাত জীবনযাপন করেছেন? তার আয়ের উৎসই বা কি ছিল? কাদের সাথে তার সখ্যতা ছিল?

 

এক লাখ ৩০ হাজার টাকায় বাসা ভাড়া নেয়ার জন্য নুসরাতের জাতীয় পরিচয়পত্র কেনো ব্যবহার করা হয়েছিল? তিনি কেনো বোনকে এত টাকায় বাড়ি ভাড়া করে দিলেন! মুনিয়া কয়টি বিয়ে করেছেন? কোনো প্রশ্নের জবাব নুসরাত দেননি বরং এসব প্রশ্নের জবাবে রীতিমতো বিব্রত বোধ করেন নুসরাত।

একপর্যায়ে তিনি বলতে বাধ্য হন তার বোন অবাধ্য ছিল। নুসরাত বলেন, মুনিয়ার এসব আচরণ মেনে নেয়া ছাড়া কোনো উপায় ছিল না। বোনকে তো আর ফেলে দিতে পারি না!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক হুইপ পুত্র শারুনের সঙ্গে তার নানা চ্যটিংয়ের বিষয়ে প্রশ্নে নীরব ছিলেন নুসরাত। সদুত্তর মেলেনি শারুনকে অভিযুক্ত করে তাদের একমাত্র সহোদর ভাইয়ের মামলার আবেদনের বিষয়েও।

জানতে চাওয়া হয় মুনিয়ার চলচ্চিত্র প্রযোজকদের সঙ্গে সম্পর্ক নিয়েও। নীরব থাকেন নুসরাত। থানায় যাওয়ার সময় নুসরাতের ব্যবহার করা তিনটি দামি গাড়ির মালিক কে সেই প্রশ্নের জবাবও তিনি দেননি। কোনো প্রশ্নের জবাব না দেওয়ায় উপস্থিত সাংবাদিকরা হতবাক বনে যান।

একপর্যায়ে মুনিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে দলবল নিয়ে সংবাদ সম্মেলন ত্যাগ করেন তারা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন