ইয়াসের তোড়ে মোরেলগঞ্জে ভেসে গেল শিশু, ৩ ঘণ্টা পর লাশ উদ্ধার

gbn

শেখ সাইফুল ইসলাম কবির ||

বাগেরহাটের মোরেলগঞ্জে  ঘূর্ণিঝড় ইয়াসের তোড়ে ভাসিয়ে নেয় জিনিয়া নামের ৪ বছরের এক শিশুকে। ঘটনার তিন ঘণ্টা পর পানির তোড় কমলে বাড়ির পাসের ডোবা থেকে উদ্ধার করা হয় জিনিয়াকে।

  খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে আজ বুধবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। জিনিয়া ওই গ্রামের নির্মাণ শ্রমিক কালাম গাজীর মেয়ে।

জানা গেছে, ঘটনার সময় বাড়ির মধ্যে পানি উঠতে দেখে গরু বাঁচানোর জন্য ছুটে যান কালাম গাজী ও তার স্ত্রী লিজা বেগম। কিছুক্ষণ পরে ঘরে ফিরে জিনিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাকে পাওয়া যায় ঘরের পাশে পানির মধ্যে। দ্রত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডা. কামাল হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খাউলিয়া ইউনয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, 'অতিরিক্ত পানি উঠে যাওয়ায় শিশুটি পানিতে ডুবে মারা যায়।'

বিষয়টি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, 'শিশুটি জোয়ারের পানিতে ডুবে মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে।'এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, 'শিশুটি বন্যার পানিতে মারা গেছে কিনা তা নিশ্চিত হতে আরও সময় লাগবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন