মহামারী করোনা ভাইরাসের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে তাদের দ্বিবার্ষিক সাধারণ সভা আপাতত: না করার এক শর্তসাপেক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংবিধানের ধারাবাহিকতায় তারা একটি বিশেষ সাধারণ সভার আয়োজন করেছে। এই বিশেষ সাধারণ সভা ভার্চুয়ালী অনুষ্ঠিত হবে আগামী ২৩ মে রবিবার বিকাল ৬ টায়। সেই বিশেষ সভায় দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়াও কিছু প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনী আনা হবে ঐ সভায়। সংশ্লিষ্ট সকল সদস্যদেরে উক্ত বিশেষ সাধারণ সভায় যোগ দিতে অনুরোধ করা হয়েছে। যারা এখনো সদস্যপদ নবায়ন করেননি তাদের সত্তর সদস্য পদ নবায়ন করে উক্ত সভায় যোগ দেবার আহ্বান জানিয়েছেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাকীব, এফ সি এ ও ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান গৌস সুলতান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন