মোয়াজ্জেম চৌধুরী ||
তোমায় আমি কখনো ভুলিনি
ভুলতেও যে পারবো না,
কেননা তোমায় ভালবেসেছি
কোন কিছুর নয়তো বিনিময়ে
হৃদয় দিয়ে যেখানে সর্বক্ষণ তোমার বিচরণ।
কেউ যদি বলে এটা যে লেখা ছন্দ
আমি বলি না এটাই আমার জীবনের বাস্তবতা,
আমি তোমার নই কেবল
তুমিই যে আমার জীবনের সকল।
ভাবতে পারো যাই না কাছে
ডাকি না তোমায় আমার কাছে,
তুমি যে বিচরণ করো আমার সারাটা অঙ্গ জুড়ে।
তুমি আমার ছিলে আছো এখনো
থাকবে অনন্তকাল,
তোমার চাওয়া আর পাওয়া
হয়নি পূরণ কেবল।
আমার পদধূলি হয়তো থাকবে না
আর বেশি দিন,
হারিয়ে যাব অনেক দূরে
পাবে না তো আর তুমি খুজে।।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন