ছাতকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় বিজয়ী ভাতগাঁও ফুটবল দল

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে ||

ছাতকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব- ১৭ জাতীয় ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধন 

করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্ণামেন্টর আনুষ্ঠানিক 

উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের 

সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবেরে পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সবায় 

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, 

ছাতক থানার ওসি তদন্ত মিজানুর রহমান প্রমুখ। এসময় সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল, সুনামগঞ্জের 

সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা 

পুলিন চন্দ্র রায়, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন, সাংবাদিক সৈয়দ 

হারুন অর রশীদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ভাঁতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ 

হোসেন, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, 

উপজেলার ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, পৌর কাউন্সিরর হাজী ছালেক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী খেলায় মুখোমুখী হয় ভাতগঁাও ইউনিয়ন ফুটবল দল ও জাউয়াবাজার ইউনিয়ন ফুটবল দল। খেলাটি 

পরিচালনা করেন রেফারী সৈয়দ আহমদ লেচু। ধারা বর্ননায় ছিলেন পাবেল আহমদ। নির্ধারিত সময়ের মধ্যে 

খেলাটি গোল শূন্যভাবে শেষ হলে ট্রাইব্রেকারে ভাতগাঁও ইউনিয়ন ফুটবল দল বিজয়ী হয়। শনিবার সকাল ১০ 

টায় দোলারবাজার ও দক্ষিন খুরমা, সাড়ে ১১টায় চরমহল্লা ও সিংচাপইড় এবং ৩ টায় ছেলা-আজলাবাদ ও উত্তর 

খুরমা ইউনিয়ন ফুটবল দল মাঠে নামবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন