বিমানের সৌদিগামী ফ্লাইট চালু

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

নয় দিন স্থগিত থাকার পরে সৌদি আরবে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। শনিবার (২৯ মে) দুপুর সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে। এ ছাড়া সন্ধ্যা সোয়া ৬টায় জেদ্দা ও আজ দিনগত রাত ৩টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশে বিমানের তৃতীয় ফ্লাইট ছেড়ে যাবে।

এ তথ্য নিশ্চিত করে বিমানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, সৌদি আরবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের বিমানের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে।

 

সৌদিতে ভ্রমণে ২০ মে নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। তাতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বিষয়ে বলা হয়েছে, যারা সৌদি আরবে স্থায়ীভাবে বসবাস করেন না এবং প্রথমবারের মতো সৌদি আরবে বেড়াতে গেছেন, তারা যদি করোনা ভ্যাকসিনের সবগুলো ডোজ নেওয়ার ১৪ দিন পরে যান- সে ক্ষেত্রে কোয়ারেন্টিনের প্রয়োজন হবে না। যারা টিকা নেননি, তাদের অবশ্যই নির্ধারিত ফ্লাইল ছাড়ার ৭২ ঘণ্টা আগে হোটেল বুকিং দিতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই হোটেল বুকিং করতে হবে।

গত ২০ মে থেকে পাঁচ দিনের জন্য বিমান সৌদি আরবে ফ্লাইট স্থগিত রাখার কথা জানিয়েছিল। সৌদি আরবের নতুন নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় আরও চার দিনের জন্য ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হয়। বর্তমানে ঢাকা থেকে বিমান দাম্মাম, জেদ্দা ও রিয়াদে ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশের প্রবাসী আয়ের একটি বড় ক্ষেত্র সৌদি আরব। কমপক্ষে ২৬ লাখ বাংলাদেশি কর্মী দেশটির বিভিন্ন খাতে কাজ করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন