ইসরায়েলিদের ইউরোপ ও আমেরিকায় ফিরে যাওয়া উচিত: ইরানি কমান্ডার

 জিবিনিউজ 24 ডেস্ক //

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ফিলিস্তিনের ভূমি দখলকারী ইসরায়েলিদের ইউরোপ ও আমেরিকায় ফিরে যাওয়া উচিত। যেখান থেকে তারা এসেছেন। শনিবার দেশটির রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জেনারেল কায়ানি বলেন, ফিলিস্তিন ও আন্তর্জাতিক প্রতিরোধ যোদ্ধাদের এখনকার বার্তা হচ্ছে- ১৯৬৭ ও ১৯৪৮ সালের আগের সীমানা এবং গাজা উপত্যকা শাসন করার জন্য ফিলিস্তিনিদের প্রস্তুতি নিতে হবে।

 

তিনি আরও বলেন, ইসরায়েলিদের অবশ্যই ভাবতে হবে তারা কখন অধিকৃত ভূখণ্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। আমাদের পরামর্শ হলো, দখলকৃত ভূখণ্ডে আসার আগে ইউরোপ ও আমেরিকা থেকে বাড়ি-ঘর বিক্রি আসা জায়নবাদীরা সেখানে ফিরে দাম আরও বাড়ার আগেই সেগুলো কিনে ফেলুন।

কায়ানি বলেন, হামাস সর্বশেষ সংঘাতে চাইলে ইসরায়েলের অনেক অবকাঠামো লক্ষ্যবস্তু করে হামলা চালাতে পারত। কিন্তু সেদিন বেশি দূরে নয় যখন ফিলিস্তিনিরাই এসব স্থাপনা ব্যবহার করবে।

তিনি আরও দাবি করেন, ইসরায়েলি ভূখণ্ডে ছোড়া হাজারো রকেট স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে।

কুদস ফোর্সের প্রধান বলেন, ফিলিস্তিনিদের উচিত পুরো ফিলিস্তিনের নিয়ন্ত্রণের বিষয় বিবেচনা করা এবং জায়নবাদী শাসকদের এই ভূখণ্ড ছেড়ে দেওয়ার কথা ভাবা উচিত।

উল্লেখ্য, গাজার নিয়ন্ত্রক হামাসের সমর্থক ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। সূত্র: পার্স টুডে, আল আরাবিয়া।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন