জিবিনিউজ 24 ডেস্ক //
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন ৪৬ বছর বয়সী এক অন্ধ পর্বতারোহী। এশিয়ার প্রথম এবং বিশ্বের তৃতীয় অন্ধ পর্বতারোহীর নাম ঝাং হং। চীনের এই দৃষ্টিহীন পর্বতারোহী এভারেস্টে চড়েন নেপালের দিক দিয়ে।
গত ২৪ মে তিনজন গাইডকে নিয়ে এভারেস্টের ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু চূড়ায় পৌঁছান ঝাং।২৭ মে বেজক্যাম্পে ফিরে আসেন তিনি।
এভারেস্ট জয়ের পর ঝাং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যদি আপনি দৃঢ় মনোবলের অধিকারী হন তাহলে আপনি সবসময়ই ওই কাজ করতে পারবেন। আপনি প্রতিবন্ধী নাকি স্বাভাবিক, আপনি দৃষ্টিশক্তি হারিয়েছেন নাকি আপনার হাত বা পা নেই, সেগুলো কোনো বিষয়ই না।অন্যরা হয়তো ভাববে আপনি ওই কাজটি করতে পারবেন না।
ঝাং চীনের দক্ষিণপশ্চিমের নগরী চঙকিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ২১ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান গ্লুকোমায় আক্রান্ত হয়ে।
২০০১ সালে এভারেস্ট জয় করা যুক্তরাষ্ট্রের অন্ধ পর্বতারোহী এরিক উইহেনমায়ারকে দেখে উৎসাহিত হন ঝাং।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর গত এপ্রিলে মাউন্ট এভারেস্ট খুলে দেয় নেপাল।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন