জিবিনিউজ 24 ডেস্ক //
সিলেট নগরীতে দুই দিন ভূমিকম্পের কারণে প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের প্রবাসীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। দেশে থাকা তাদের পরিবার-পরিজন নিয়ে এসব প্রবাসীদের মধ্যে কাটছে না উদ্বেগ আর শঙ্কা। বারবার ফোন করে দেশের স্বজনদের খোঁজখবর নিচ্ছেন তারা। এমনটি বলছেন, দেশে থাকা প্রবাসীদের পরিবারের লোকজন।
সিলেট নগরীতে গতকাল শনিবার ৪ ঘণ্টার মধ্যে ৪ বার ভূমিকম্প হয়। কয়েকদফা ভূমিকম্পের কারণে সংশ্লিষ্টরা সতর্ক সংকেত দিচ্ছেন। এরই মধ্যে আজ রবিবার ভোর রাতে আরেকদফা ছোট মাত্রার ভূমিকম্প হয় নগরীতে।
ভূমিকম্প প্রসঙ্গে শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম শনিবার সতর্ক সংকেত দিয়ে বলেছেন ‘ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের বার্তা বহন করে। তাই আগামী ৩-৪ দিন সিলেটের জন্য গুরুত্বপূর্ণ। এই কয়েকদিন সবাইকে সতর্ক থাকা উচিত। এর মধ্যে বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে।’
এদিকে আজ রবিবার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, ‘সিলেটে ছোট ছোট ভূমিকম্প ইন্ডিকেট (নির্দেশ) করছে যে, এখানে তীব্র মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। ভূমিকম্প কখন হবে, সেটা ধারণা করা সম্ভব নয়।’
সিলেটের ঝুঁকিটা কী এমন প্রশ্নে তিনি বলেন, ‘ঝুঁকিটা হলো- কম মাত্রার বা ছোট ছোট ভূমিকম্পের পরে একটা বড় ভূমিকম্প হয়ে যেতে পারে। এই ঝুঁকি সেখানে রয়েছে। এর মানে এই নয় যে, সেটা ছয় মাস বা এক বছর পর হবে। এটা ২০ বছর পরেও হতে পারে।’
ভূমিকম্প নিয়ে সংশ্লিষ্টদের এমন বক্তব্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, কানাডা, সৌদিআরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, মালয়েশিয়া, ওমানসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত সিলেটের প্রবাসীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। এসব প্রবাসীদের বেশিরভাগ স্বজন বসবাস করেন সিলেট শহরে। আবার অনেকেই বসবাস করেন সিলেটের বিভিন্ন উপজেলার গ্রামের বাড়িতে।
সিলেটের বিয়ানীবাজারের যুক্তরাজ্য প্রবাসী আমির উদ্দিনের পরিবারের লোকজন বসবাস করেন সিলেট নগরীর উপশহরে। গতকাল কয়েকদফা ভূমিকম্পে তিনি সারাদিন সেখানে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ছিলেন। গতকাল থেকে আজ রবিবার পর্যন্ত দেশে বারবার ফোন করে স্বজনদের খোঁজখবর নিচ্ছেন বলে জানান ওই প্রবাসীর ভাই ইমতিয়াজ উদ্দিন।
মিরাবাজারে বসবাসরত সৌদি প্রবাসী আরাফাত ইসলামের ভাই জুম্মান আহমদ সিলেটভিউকে বলেন, আমার ভাই সেখানে বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন। ভূমিকম্পে বহুতল ভবনের ক্ষয়ক্ষতি হওয়ার বেশি সম্ভাবনা থাকে বিধায় তার সৌদি প্রবাসী ভাইয়ের মধ্যে এই উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ দেশে থাকা পরিবারের লোকজন বহুতল ভবনে থাকেন।
শুধু এই দুই প্রবাসী নন, ভূমিকম্পের কারণে যুক্তরাষ্ট্র, কানাডা, কাতার, কুয়েতসহ বিভিন্ন দেশে অবস্তানরত অসংখ্য প্রবাসীরাও রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে।দেশে থাকা তাদের পরিবারের অনেকেই জানিয়েছেন তথ্য।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন