জিবিনিউজ 24 ডেস্ক //
টেলিফোনে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
সান্ধ্যকালীন কোর্সে স্নাতকোত্তর শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘সান্ধ্যকালীন কোর্স নিয়ে আমি কোনো বক্তব্য দিচ্ছি না। আর টেলিফোনে আমি কোনো বক্তব্য দেবো না’।
সোমবার (৩১ মে) দুপুরে করোনা মহামারির কারণ দেখিয়ে প্রতিবেদক ফোনে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘যে টাইমই হোক, আমিতো করোনা টাইমে অফিসে আসছি, মিটিং করছি। তুমি অফিসে আসো, তখন কথা হবে, নিরাপদে থাকো’ বলে ফোন কেটে দেন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে উপাচার্যের আলাপচারিতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। যা নিয়ে বিভিন্ন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
ভিডিওকে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানকে বলতে শোনা যায়, ‘আমি যখন বন্ধ ক্যাম্পাসে বেতন তুলি, তখন মনে হয় এই টাকা হালাল কি না’।
তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উপাচার্য দপ্তর থেকে বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে কিছু শব্দের প্রতিবাদ জানান সংবাদকর্মীরা। পরবর্তীতে আবার শব্দগুলো পরিবর্তন করে বিবৃতি দেন উপাচার্যের একান্ত সচিব।
টেলিফোনে উপাচার্যের বক্তব্য না দেওয়া প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি হাবিবুল্লাহ বেলালি (মারুফ) বলেন, করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর মধ্যেও সংবাদকর্মীরা বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তা প্রকাশে কাজ করে। সংশ্লিষ্ট দপ্তর থেকে সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ হয়। এই সময়ে উপাচার্য স্যারের টেলিফোনে বক্তব্য না দেওয়ার বিষয়টি স্ববিরোধিতা। তা ছাড়া তিনি সান্ধ্যকালীন কোর্স নিয়ে বক্তব্য দিতেও অপারগতা প্রকাশ করেন যা অত্যন্ত দুঃখজনক। তিনি দ্রুত এ অবস্থান থেকে সরে আসবেন বলে প্রত্যাশা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন