জিবিনিউজ24ডেস্ক//
টালিউড নায়িকা দর্শনা বণিকের একটা পোস্টে ফের আগুন ধরল নেটদুনিয়ায়। উন্মুক্ত পিঠ, ভেজা চুলে ক্যামেরার সামনে পোজ দিলেন দর্শনা। তার এই সেমি ন্যুড ছবিতে চোখ কপালে উঠল ভক্তদের। কখনো গোলাপি রঙের টপে তো, কখনো সাদা রঙের ড্রেসে ছবি পোস্ট দর্শনা বণিকের। সাধারণ পোশাকে তাকে কীভাবে অসামান্য লাগে তাই ফের প্রমাণ করলেন দর্শনা।
সম্প্রতি নিজেকে এমন সাজে তুলে ধরেছিলেন যেখানে তাকে একেবারে ঐশ্বরিয়া রাইয়ের মত দেখাচ্ছে। লাল রঙের শাড়ি, ভারি গয়না, হালকা মেকআপ। তাতেই তাকে ‘যোধা আকবর’র যোধা বাইয়ের মত দেখতে লাগছে তাকে। এমনই দাবি ছিল ভক্তদের।
দর্শনার পোস্ট মানেই নিমেষে ভাইরাল। এই ছবিতেই লাইকের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। দিন কতক আগে রিলস-এ ‘জারা জারা’ গানে ভিডিও করে পোস্ট করেছিলেন তিনি। যাতে ঘাম ঝড়ছে নেটিজেনের।
লো নেক ব্লাউজ, ভেজা চুল, কোমড়ের ভাঁজ, নিমেষে বাজিমাত দর্শনার। তার গ্ল্যামারের কাছে যে বলিউডের নায়িকারাও ফেল তা এই ভিডিও দেখে স্পষ্ট হয়ে গিয়েছে। লাইকের বন্যা বয়ে চলেছে পোস্টে। দিন ক’দিন আগে কমলা রঙের ফ্লোরাল শাড়িতে ধরা দিয়েছিলেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন