জিবিনিউজ 24 ডেস্ক //
তিন দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া আইফোন। পুলিশ বলছে, ফোন উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। খুব শিগগির পাওয়া যাবে মোবাইল।
বুধবার (২ জুন) বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, মন্ত্রীর মোবাইল চুরির ঘটনায় রোববার (৩০ মে) রাতে একটি মামলা হয়েছে। এই ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হুমায়ুন বাদী হয়ে মামলাটি করেছেন।
তিনি বলেন, মোবাইল চুরির ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ, ডিবি, সিআইডি কাজ করছে। আমরা সবাই সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি আমরা মোবাইল পেয়ে যাবো।
এর আগে গত রোববার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর বিজয় স্মরণী থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়। জ্যামে আটকা থাকা অবস্থায় মন্ত্রীর হাত থেকে আইফোন কেড়ে নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী।
মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ের মান্নান বলেন, কাল সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। তখন গাড়ির গ্লাস নামানো ছিল। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।
পরিকল্পনামন্ত্রী বলেন, গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।
যুক্তরাষ্ট্র থেকে তার ছেলে ১ হাজার ডলার দিয়ে আইফোনটি পাঠিয়েছেন।
এদিকে মোবাইল ফোন হারানোর ঘটনায় ওই রাতেই কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর। মামলা নম্বর ৩৬। এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়ি নম্বর ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮২৪ তে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মোবাইল ফোনে কথা বলছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত আইফোন এক্স (আইএমইআই নম্বর ৩৫৭২৭৫০৯২৭৫৪৮৪ কালো রং) হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান অজ্ঞাতনামা ওই চোরের পেছনে ধাওয়া করলেও চোর পালিয়ে যেতে সক্ষম হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন