আজ ফিরছেন জেদ্দায় আটকেপড়া প্রবাসীরা

জিবিনিউজ24ডেস্ক//

করোনাভাইরাসসহ নানা কারণে সৌদি আরবের জেদ্দায় আটকেপড়া প্রবাসীরা আজ দেশে ফিরছেন। সকালে তাদের বহনকারী ফ্লাইটটির দেশে পৌঁছানোর কথা রয়েছে। তাদের ফেরাতে বিমানের একটি ফ্লাইট বুধবার সন্ধ্যা ৬টায় জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, করোনায় আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফেরাতে জেদ্দা থেকে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটটি কার্গো হিসেবে যাবে, যাত্রী নিয়ে ফিরে আসবে। তবে কতজন যাত্রী ফিরে আসবেন, তা এখনও জানা যায়নি।

 

গত ২৭ আগস্ট বিশেষ ফ্লাইটটির ঘোষণা দেয় বাংলাদেশ বিমান। দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটের নির্ধারিত লিংকে নিবন্ধন করেন।

বিমান সূত্র জানায়, আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ৬ সেপ্টেম্বর জেদ্দা থেকে আরও একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান। এছাড়া আগামী ৮ সেপ্টেম্বর রিয়াদ থেকে এবং ১০ সেপ্টেম্বর দাম্মাম থেকে বিশেষ ফ্লাইটে আটকেপড়া প্রবাসীদের দেশে ফেরাবে বিমান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন