আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল
টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)'র ছাতকে অনুষ্টিত খেলার ফাইনাল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা
প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ছাতক পৌরশহরের শেখ
রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল পর্বে মুখোমুখি হয় উপজেলার কালারুকা ইউনিয়ন
ফুটবল দল ও ভাতগঁাও ইউনিয়ন ফুটবল দল। খেলায় ভাতগঁাও ইউনিয়নকে ট্রাইবেকারে
পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে কালারুকা ইউনিয়ন দল।
উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪ টি দল নিয়ে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে উপজেলা প্রশাসন।
ফাইনাল ম্যাচ শেষে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা
পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। এসময় সহকারি কমিশনার (ভূমি) তাপস শীল,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান
লিপি বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান
মাস্টার আওলাদ হোসেন, অদুদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লাল
মিয়াসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও ক্রীড়ামোদি লোকজন
উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা পরিচালনা করেছেন সৈয়দ আহমদ লেচু।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন