হবিগঞ্জের নবীগঞ্জে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেফতার

বুলবুল আহমদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি ||

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি বাড়ি- ঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় গজনাইপুর ইউনিয়নের বহুল আলোচিত সমালোচিত বরখাস্তকৃত চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অব্যাহতি প্রাপ্ত সভাপতি ইমদাদুর রহমান মুকুল (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে হবিগঞ্জের বাহুবল সড়কের মশাজান ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমদাদুর রহমান মুকুল নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত সৈয়দুর রহমানের পুত্র।

 

জানাযায়, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে ১৩টি ঘর- বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের মামলায় অপরাধীদের ধরতে পুলিশের সাড়াঁশি অভিযান চলে। এতে ৭ জন গ্রেফতারের পর বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদের নেতৃত্বে এস.আই সমীরণ চন্দ্র দাশ সহ একদল পুলিশ হবিগঞ্জের বাহুবল সড়কের মশাজান ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য যে, গত (২৬ মে) রাতে নোয়াগাঁও গ্রামের রোক্কা বিলে অবস্থিত উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মুক্তিযোদ্ধা নুর উদ্দিনের ফিশারির পাহাড়াদার আবুল মিয়া ও তার স্ত্রী জারু বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নোয়াগাঁও গ্রামের ৭ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় নুর উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার জের ধরে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

 

এতে গত রবিবার (৩০ মে) সকালে প্রশাসনের সাথে সাতাইহালের নেতৃস্থানীয়দের বৈঠক চলাকালিন সময় সাতাইহাল গ্রামের কয়েক হাজার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নোয়াগাঁও গ্রামে হামলা করে লুটপাট, ঘর- বাড়িতে অগ্নি সংযোগ ও  ভাংচুর করে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এঘটনায় গত মঙ্গলবার (১ জুন) নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুস শহীদের পুত্র জামাল হোসাইন বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ  মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে আরও ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

 

এদিকে, বহুল আলোচিত সমালোচিত উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ১১নং গজনাইপুর ইউপি চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল গ্রেফতারের খবরে উপজেলা সহ দেশ- বিদেশে চলছে চুলছেড়া বিশ্লেষণ। অনেকেই বলছেন, কারো ক্ষমতা চিরস্থায়ী নয়! এখন ক্ষমতা গেল কই?

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন