জিবিনিউজ24ডেস্ক//
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে করোনা ভাইরাস প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা স্কাউটসের উদ্যোগে বাজারে অাসা তিন শতাধিক লোকজনের মাঝে এগুলো বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউটস সভাপতি মো. শামীম আল ইমরান।
এসময় অন্যদের মধ্যে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন, বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) প্রভাকর রায়, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এলাকার সমাজসেবক রফিক উদ্দিন আহমদ, স্কাউটার জাফর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন