জিবিনিউজ 24 ডেস্ক //
বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ‘শোকেস বাংলাদেশ: বাংলাদেশ-মালয়েশিয়া ইনভেস্টমেন্ট সামিট’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২ জুন) দুপুর ২টায় শুরু হওয়া ভার্চুয়াল সম্মেলন চলে টানা ২ ঘণ্টা।
মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় ভার্চুয়াল এই সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘শোকেস বাংলাদেশ: বাংলাদেশ-মালয়েশিয়া ইনভেস্টমেন্ট সামিট’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি ও বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মালয়েশিয়ার সিইও আবরার এ আনোয়ার। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার বিষয়ে একটি কী-নোট পেপার উপস্থাপন করেন।
সম্মেলনে প্যানেল আলোচক ছিলেন মালয়েশিয়ায় নিযু্ক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মো. গোলাম সারওয়ার, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম, রবি এক্সিয়েটার সিইও মাহতাব উদ্দীন আহমেদ, এড্রা এনার্জি বাংলাদেশ-এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার দাতুক মোহাম্মদ নূর বিন আলী, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট রুপালী চৌধুরী এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মালয়েশিয়ার কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল বিভাগের প্রধান ম্যাক জুন নিয়েন।
আয়োজকরা জানান, মালয়েশিয়া ও বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দসহ দুই শতাধিক অংশগ্রহণকারী এ সম্মেলনে উপস্থিত ছিলেন। এতে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগের যথাযথ পরিবেশ, বাংলাদেশের অগ্রগতি, বিশ্ববাণিজ্যের অবস্থাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও বক্তারা বাংলাদেশে বিদ্যমান অপার বিনিয়োগ সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন এবং মালয়েশিয়ার বিনিয়োগকারীদেরকে বাংলাদেশের কৃষি প্রক্রিয়াকরণ, হালাল খাদ্য, পোশাক শিল্প ও স্বাস্থ্য সেবা খাতে বিনিয়োগের আহ্বান জানান। সম্মেলনে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ গন্তব্য হিসেবে অভিহিত করা হয়।
মালয়েশিয়া ও বাংলাদেশ উভয় দেশের ব্যবসায়িক নেতৃবৃন্দসহ দুই শতাধিক অংশগ্রহণকারী এ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ গন্তব্য হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন