জিবিনিউজ 24 ডেস্ক //
আগামী ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার অবারিত সুযোগ আর বহাল থাকছে না। ফলে চলতি ২০২০-২১ অর্থ বছরের বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার যেসব সুযোগ দেয়া হয়েছে সেগুলো এ বছরের ৩০ জুন পর্যন্ত ভোগ করতে পারবেন করদাতারা।
আসন্ন ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেয়ার বিষয়ে কিছুই বলেননি। যদিও সম্প্রতি তিনি যতদিন অপ্রদর্শিত অর্থ থাকবে ততদিন পর্যন্ত সেটি বৈধ করার সুযোগ দেয়ার কথা জানিয়েছিলেন। এছাড়া অর্থ বিলেও আয়কর আইনে এ সংক্রান্ত কোনো পরিবর্তন আনা হয় নি।
ফলে চলতি অর্থ বছরের বাজেটে জমি, ভবন ও অ্যাপার্টমেন্টের পাশাপাশি নগদ অর্থ, ব্যাংকে সঞ্চিত অর্থ, সঞ্চয়পত্র, বন্ড ও পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ করার যে সুযোগ দেয়া হয়েছে সেটি এ বছরের ৩০ জুন শেষ হয়ে যাচ্ছে। অবশ্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে ফ্ল্যাট, প্লট কিংবা অ্যাপার্টমেন্ট কিনে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ বহাল থাকছে।
এছাড়া বর্তমানে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে শিল্প স্থাপনে বিনিয়োগ করা অর্থের ওপর ১০ শতাংশ হারে কর দিলেই বিনিয়োগ করা অর্থের উৎস নিয়ে আয়কর প্রশাসন প্রশ্ন করবে না, এমন বিধান রয়েছে। ২০২৪ সাল পর্যন্ত এ সুযোগ বহাল রেখেছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ পরিসংখ্যান বলছে, অন্যান্য খাতের তুলনায় করদাতাদের মধ্যে নগদ অর্থ বৈধ করার প্রবণতাই বেশি। গত বছরের জুলাই থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত সবমিলিয়ে ১০ হাজারের বেশি করদাতা বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ করেছেন। এর মধ্যে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে বিনিয়োগের বিপরীতে অর্থ বৈধ করেছেন ২০০'র বেশি করদাতা। এ খাতে ২৬০ কোটি টাকা বৈধ করার বিপরীতে এনবিআর ২৬ কোটি টাকা কর পেয়েছে। জমি কেনার মাধ্যমে দেড় হাজারের বেশি করদাতা অপ্রদর্শিত অর্থ বৈধ করেছেন। এ খাতে তারা কর দিয়েছেন ১২৪ কোটি টাকা। অ্যাপার্টমেন্ট কিনে অর্থ বৈধ করেছেন ২ হাজার ৬০০ করদাতা। এ বাবদ তারা সরকারকে ১২২ কোটি টাকা কর দিয়েছেন। নগদ অর্থ, ব্যাংক আমানত ও অন্যান্য আর্থিক স্কিমে বিনিয়োগের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ বৈধ করেছেন ৬ হাজারেরও বেশি করদাতা। এ বাবদ সরকার ১ হাজার ১০০ কোটি টাকার বেশি কর পেয়েছে। সে হিসাবে এ খাতে বৈধ হয়েছে ১১ হাজার কোটি টাকারও বেশি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন