জিবিনিউজ 24 ডেস্ক //
নয়া দিল্লি কাশ্মিরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার রোডম্যাপ জানালে ভারতের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত পাকিস্তান। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেছেন।
কাশ্মির নিয়ে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। ২০১৯ সালে ভারত অধিকৃত কাশ্মিরের রাজ্যের মর্যাদা বাতিল করে ক্ষমতাসীন বিজেপি সরকার। এ ঘটনায় পাকিস্তান তীব্র ক্ষোভ প্রকাশ করলে দুই দেশের সম্পর্ক তিক্ত পর্যায়ে চলে যায়।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘কোনো রোডম্যাপ থাকলে আমরা আলোচনা করব। তারা বেআইনি, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন করে যে পদক্ষেপ নিয়েছিল, সেই অবস্থান থেকে ফিরতে যা করা হবে সেই রোডম্যাপও যদি দেয়...তাহলে সেটিও গ্রহণযোগ্য হবে।’
এর আগে ইমরান খান ও তার সরকার বলেছিল, দুই দেশের মধ্যে শান্তিপ্রক্রিয়া শুরু করতে হলে আগে ভারতকে ২০১৯ সালের নেওয়া পদক্ষেপ বাতিল করতে হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন