মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সীমান্ত নদী যাদুকাটায় অভিযান চালিয়ে ৪৫ হাজার ঘনফুট অবৈধ বালি বোঝাই ১৮টি স্টিলবডি ইঞ্জিনের নৌকা আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (৪ জুন) বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত টাস্কফোর্সের মাধ্যমে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পরে রাতেই উন্মুক্ত নিলামের মাধ্যমে আটককৃত অবৈধ বালি ১০লক্ষ ৯হাজার ১শত ২৫টাকায় বিক্রি করা হয়। টাস্কফোর্সের অভিযানের সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, ওসি আব্দুল লতিফ তরফদার, পানি উন্নয়ন বোর্ডের এসও রাকিব হোসেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন