জিবিনিউজ 24 ডেস্ক //
অসুস্থতার কারণে আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি মুত্যু হয়েছে বলে গুঞ্জন শুরু হওয়ার পর জাতিসংঘ এক বিবৃতি দিয়ে ‘জাওয়াহিরির সম্ভবত মৃত্যু হয়নি’ এবং তিনি এখন ‘পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে থাকতে পারেন’ বলে জানানো হয়েছে।
জাওয়াহারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার মতো তথ্য-প্রমাণ না পাওয়া, সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা এ সংক্রান্ত তথ্য-প্রমাণ খুঁজে পাওয়ার তোড়জোড়ের মধ্যেই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা প্রধানের মৃত্যুর গুজব খারিজ করে তার বেঁচে থাকার কথা জানানো হলো।
শুক্রবার প্রকাশিত জাতিসংঘের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাঙ্কশনস মনিটরিং টিমের ১২তম প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদার একটা উল্লেখযোগ্য অংশ আফগান-পাকিস্তান সীমান্ত অঞ্চলে অবস্থান করছে। এই দলে জাওয়াহিরিও আছেন বলে ধারণা করা হচ্ছে।
এক সদস্যরাষ্ট্রের বরাত দিয়ে আল-কায়েদার প্রধান জাওয়াহিরি সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, তিনি সম্ভবত বেঁচে আছেন। তবে জাওয়াহিরির শারীরিক অবস্থা এতটাই নাজুক যে তার পক্ষে আল-কায়েদার কার্যক্রম ও প্রচারণায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।
নাম উল্লেখ না করে জাতিসংঘের ওই প্রতিবেদনে এই প্রসঙ্গে এক সূত্রের ব্যাখা, ‘শারীরিক অসুস্থতার কারণে জাওয়াহিরি এখনও বেশ দুর্বল। সেই কারণেই হয়তো তাকে প্রচারণ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে জঙ্গি সংগঠনটি।’
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে গা ঢাকা দিয়ে থাকা জাওয়াহিরি আর জঙ্গি সংগঠনটির অন্য সদস্যরা সেখান থেকেই বিভিন্ন দেশের শাখা সংগঠনের সঙ্গে যোগাযোগের কাজ চালাচ্ছে বলে শুক্রবার প্রকাশিত জাতিসংঘের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
পাকিস্তান সীমান্ত লাগোয়া আফগানিস্তানের ওই অঞ্চলকে নিজেদের ঘাঁটি বলে মনে করছে আল-কায়দা। তা যাতে হাতছাড়া না হয়ে যায় সে দিকেই বিশেষ নজর। তাই আন্তর্জাতিক পরিসরে বড় কোনও নাশকতা নিয়ে ‘ধীরে চলো’ নীতি অবলম্বন করেছে সশস্ত্র সংগঠনটি।
২০১১ সালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হন। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ১৬ জুন আয়মান আল-জাওয়াহিরি হন নতুন প্রধান। এরপর থেকে তিনি আল-কায়েদাকে নেতৃত্ব দিয়ে আসছেন।
লাদেন বেঁচে থাকা অবস্থায় জাওয়াহিরিকে আল-কায়েদার দ্বিতীয় প্রধান মনে করা হতো। পেশায় শল্যচিকিৎসক জাওয়াহিরিকে গোষ্ঠীটির তাত্ত্বিক গুরু বলে মনে করা হয়। কেউ কেউ মনে করেন, ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার তিনিই ছিলেন মূল পরিকল্পনাকারী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন