১৭ বছর পর ফের একসঙ্গে সালমান-ভুমিকা

 জিবিনিউজ 24 ডেস্ক //

বলিউডে ২০০৩ সালে মুক্তি পেয়েছিলো ‘তেরে নাম’ সিনেমাটি। বক্স অফিস কাঁপানো এ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে অভিষিক্ত হয়েছিলেন দক্ষিণের মেয়ে ভুমিকা চাওলা। সম্প্রতি তারা আবারো এক হলেন। তবে সিনেমা নয়। বিগ বসের মঞ্চে।

সদ্যই শেষ হয়েছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৪’। ইতিমধ্যেই রিয়েলিটি শোটির কর্ণধাররা তার পরবর্তী সিজন নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।

 

ভারতের একটি সংবাদমাধ্যম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠানটির পরবর্তী মৌসুমে সালমান খানের সাথে দেখার সম্ভাবনা রয়েছে ভূমিকার।

স্পর্টবয়ের এক সূত্র মতে, বিগ বস ১৫- তে ভূমিকার অন্তর্ভুক্তি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন অনুষ্ঠানটির পরিচালক। ভূমিকাও তাদের ডাকে সাড়া দিয়েছেন। তবে বিগবসের তালিকায় আরও বেশ কয়েকজন নায়িকা থাকায় এখনই ভূমিকার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, ‘তেরে নাম’ ছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় বলিউড সিনেমায় অভিনয় করেছেন ভূমিকা। তার মধ্যে রয়েছে রান, দিল নে জিসে আপনা খা, এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি। সবশেষ তার দেখা মিলেছে ‘ভারাম’ নামক একটি ওয়েব শোতে।

ইদানিং বলিউডে কাজ না করলেও দক্ষিণের সিনেমায় মনোযোগী হয়েছেন ভূমিকা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন