উড্ডয়নের পর নামতে বাধ্য হলো কমলা হ্যারিসের বিমান

 জিবিনিউজ 24 ডেস্ক //

গুয়েতেমালা সফরে যাওয়ার পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বহনকারী উড়োজাহাজ জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। রোববার উড্ডয়নের ৩০ মিনিট পরই যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানায়, কমলা হ্যারিসকে বহনকারী উড়োজাহাজটি প্রথম বিদেশ সফরেই বাধার মুখে পড়েছে। তবে কমলা ভালো আছেন।

 

ফ্লাইট থেকে নামার পর কমলা ওয়াশিংটনের উপকণ্ঠে জয়েন্ট অ্যান্ড্রু বেসে গণমাধ্যমকে বলেন, ‘আমি ভালো আছি, আমি ভালো আছি। আমরা সবাই প্রার্থনা করেছি। তবে সবাই ভালো আছি।’

কমলা হ্যারিসের মুখপাত্র সিমন স্যান্ডার্স বলেন, ‘জরুরি অবতরণের পর হ্যারিসের উড়োজাহাজ পরিবর্তন করা হয়। কোনো বিলম্ব ছাড়াই স্থানীয় সময় রোববার সন্ধ্যায় তিনি নিরাপদে গুয়েতেমালায় পৌঁছান।’

মুখপাত্র সিমন স্যান্ডার্স জানান, এয়ার ফোর্স টু বিমানে করে কমলার সঙ্গে তাঁরা গুয়েতেমালার পথে রওনা হন। উড্ডয়নের পরপরই ক্রুরা দেখতে পান ল্যান্ডিং গিয়ার কাজ করছে না। এ কারণে অন্যান্য যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার আশঙ্কা করছিলেন তারা।

এ ছাড়া আর কোনো সমস্যা ছিল না। পরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে এবং জয়েন্ট অ্যান্ড্রু বেসে ফিরে আসেন তারা।

বিমানে থাকা এক সাংবাদিক বলেন, ‘উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার থেকে অস্বাভাবিক রকমের শব্দ হচ্ছিল। তবে পরে সেটি খুবই নিরাপদে অবতরণ করে।’

চলতি সপ্তাহে গুয়েতেমালা ও মেক্সিকো সফর করবেন কমলা হ্যারিস।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন