মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি||
আলঝেইমারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দুই দশক পর সোমবার এডুহেম নামের একটি নতুন ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
আলঝেইমারের নতুন এই ওষুধের অনুমোদন দেওয়ার বিষয়টি অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে এ নিয়ে বিতর্কও আছে। কেননা, যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান খাদ্য ও ওষুধ প্রশাসনের একটি স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল গত বছরের নভেম্বরে এক পর্যালোচনায় এডুহেমের কার্যকারিতার পক্ষে যথেষ্ট প্রমাণ পায়নি।
নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এফডিএর কর্মকর্তা প্যাট্রিজিয়া কাভাজ্জোনি এক বিবৃতিতে বলেছেন, কোনো রোগের প্রচলিত চিকিৎসায় নতুন ওষুধ অর্থপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হলে, সেই ওষুধের অনুমোদন দেওয়া হয়। আলঝেইমারের নতুন ওষুধটির অনুমোদন দেওয়ার পেছনেও এমন ধারণা কাজ করেছে। তবে এখানেও এটির কার্যকারিতা নিয়ে কিছু অনিশ্চয়তা আছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন