বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান

gbn

   জিবিনিউজ 24 ডেস্ক //

বেগম রোকেয়া পদকের জন্য মনোনয়ন আহ্বান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। নারী জাগরণ ও পল্লী উন্নয়নে অবদানের জন্য প্রতিবছর নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিবস ৯ ডিসেম্বর এ পদক দেওয়া হয়।

মঙ্গলবার (৮ জুন) মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশী নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২১ প্রদান করা হবে। উল্লেখিত যে কোনও ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশী নারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রকাশিত ‘ছক’ ছাড়া অন্য কোনও ছকের আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না। পদকপ্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী ই-মেইলে এবং হার্ড কপি ডাকযোগে সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পাঠাতে বলা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন