মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ: সুনামগঞ্জে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বাঘটি দৈর্ঘ্য ৩ ফুট আর প্রস্থ ২ ফুট। গায়ে ডোরা কাটা দাগ রয়েছে। এঘটনাটি ঘটেছে জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে। আজ বুধবার (৯ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও এলাকাবাসী জানায়- জেলার রামসা প্রকল্পের টাংগুয়ার হাওর সংলগ্ন গোলাবাড়ি গ্রামে গত কয়েকদিন যাবত বাঘ আতংক বিরাজ করছিল। এলাকায় বাঘ এসে এই খবর জানাজানি হওয়ার পর থেকে গ্রামের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গত কয়েকদিন যাবত মেছো বাঘটিকে খোঁজাখুজি করছিল। অবশেষে গতকাল মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় টাংগুয়ার হাওর পাড়ে বাঘটিকে দেখতে পেয়ে গ্রামের কিছু সংখ্যক লোক পিটিয়ে হত্যা করে। তারপর সবাই মিলে মৃত বাঘটি নিয়ে আনন্দ মিছিল করে। এঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান করিব সাংবাদিকদের বলেন- রামসা প্রকল্পের টাংগুয়ার হাওর এলাকায় মেছো বাঘটিকে পিটেয়ে হত্যা করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এব্যাপারে বন বিভাগকে জানানো হয়েছে। তারা এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন