মৌলভীবাজারে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তে এক জনের মৃত্যু: শনাক্ত ১৯ জন

এস এম ফজলুঃ

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়েছে। একই দিনে মৌলভীবাজরে একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার (১০ জুন) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ সকল তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে সর্বাধিক ১২ জনই কুলাউড়ার। এছাড়া সদর হাসপাতালে ৩ জন, রাজনগরে ২ জন, বড়লেখায় ১ জন এবং শ্রীমঙ্গলের ১ জন রয়েছেন। এর ফলে জেলায় মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬০৯ জনে। যার মধ্যে সদরে ১৩৪ জন, রাজনগরে ১৪১ জন, কুলাউড়ায় ৩২১ জন, বড়লেখায় ১৬৮ জন, কমলগঞ্জে ১৮৬ জন, শ্রীমঙ্গলে ৩৩৯ জন, জুড়ী ১৩৮ জন এবং সদর হাসপাতালের ১ হাজার ১৮২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তালিকায় দেখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়াল ৩১ জনে। মোট মৃতের মধ্যে রাজনগর ৩ জন, কুলাউড়া ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ২ এবং সদর হাসপাতালের ১৬ জন রয়েছেন। একদিনে সুস্থ হওয়া ৬ জনের মধ্যে সকলেই মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের। এনিয়ে জেলায় করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৩ জনে। যাদের মধ্যে সদরে ১১৭ জন, রাজনগরে ১২৯ জন, কুলাউড়ায় ২৫১ জন, বড়লেখায় ১৬০ জন, কমলগঞ্জে ১৭৪ জন, শ্রীমঙ্গলে ৩০১ জন, জুড়ী ১১৭ জন এবং সদর হাসপাতালের ১ হাজার ১০৪ জন রয়েছেন। জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২২১ জন। যাদের মধ্যে হাসপাতালে ২ জন এবং বাড়িতে ২১৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন