সাবেক স্পীকার সৈয়দ জিয়াউল হাসানের ছেলে,ঢাকা মহানগর মুসলিম লীগের সাবেক সভাপতি ও স্যার সলিমুল্লাহ স্মৃতি কমিটির সভাপতি সৈয়দ নাসরুল আহসান এর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৩ জুন। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ ঢাকা মহানগর বাদ জোহর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে এবং পরিবারের পক্ষ থেকে নাজিমউদ্দীন রোড হাসিনা মঞ্জিল সংলগ্ন মসজিদে বাদ মাগরিব দোয়া ও খাবার বিতরণের আয়োজন করেছে। সৈয়দ নাসরুল আহসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্ত্রী ও ভাগ্নী ব্যারিস্টার নাসিমা খান দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন