সিলেট এবছর শাহ্ জালাল (রহ.) মাজারে ওরস হচ্ছে না

আবুল কাশেম রুমন,সিলেট:

৩৬০ আউলিয়ার শহর সিলেট। তার মধ্যে অন্যতম পীরে কামিল হচ্ছেন  হযরত শাহ্ জালাল (রহ.)। তিনির মৃত্যুর পর প্রতি বছর সিলেটে তার মাজারে হয়ে থাকে ওরস মোবারক। কিন্তু  এ বছর করোনা ভাইরাসের আক্রমের কারণে ২০২০ সালের মতো এবারও ২০২১ সালের ৭০২ ওরস হচ্ছে  না শাহ্ জালাল (রহ.) মাজারে। প্রতি বছর (১ও ২ জুলাই) দু’দিন ব্যাপী বড় ওরস মোবারক উদযাপিত হয়। করোনা সংক্রামণ রোধে ওরস স্থগিত করেছেন দরগা মাজার কর্তৃপক্ষ।
১২ জুন  সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয় দেশবাসীকে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্ত পরিষদের মহাসচিব ইউপি চেয়ারম্যান শেখ মো. মকন মিয়া, খাদেম সামুন মাহমুদ খাঁন, মো. শায়েদ ইকবাল ভূঁইয়া প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন