সমুদ্র সৈকতে ঝড় তুললেন সারা

gbn

জিবিনিউজ24ডেস্ক//

সারা আলি খান, পর্দায় প্রথম ডেবিউ’র পর থেকেই নবাব কন্যা ঝড় তুলেছেন ভক্তমহলে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি, ভক্তের সংখ্যা ২৮ মিলিয়ন ছাড়িয়েছে। যার ফলে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট পড়া মাত্রই তা ভাইরাল হয়ে যায়।

করোনাভাইরাসের দাপটে এতদিন এক প্রকার গৃহবন্দি জীবনই কাটিছে সকলে। ধীরে ধীরে বর্তমানে স্বাভাবিকের পথে সবকিছু। সতর্কতা মেনেই আবারো বাইরে পা রেখেছেন সকলেই। স্বাভাবিক হচ্ছে বিনোদন জগৎও।

 

এবার ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন সারা আলি খান। মাঝে মধ্যেই লকডাউনের মধ্যে সৈকতে ভ্রমণে দেখা গিয়েছিল কারিনা-সাইফ-তৈমুরকে।

এবার বিচের ধারে পৌঁচ্ছে উষ্ণতা ছড়ালেন সারা আলি খান। তারট লুকই এবার নেট দুনিয়ায় ভাইরাল। মূল আকর্ষণ ঠোঁটের নীল রঙ। হটপ্যান্ট ও হট লুকের কেন্দ্রে থাকা সেই নীল ঠোঁটেই মজল ভক্তকূল।

মুহূর্তে ভরে যায় কমেন্ট বক্স। নীলে ফিরে আসা, সঙ্গে ছিলেন সারার প্রিয় বন্ধু ওর্হান আওতরমানি। আনলক ডাউনে বন্ধুর সঙ্গে ভ্রমণে মাতলেন সাইফ কন্যা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন