জিবিনিউজ 24 ডেস্ক //
কয়েকটা দেশ নিজেদের মধ্যে ছোট্ট দল তৈরি করে মিলেমিশে দুনিয়া শাসন করবে। সেদিন চলে গিয়েছে। এভাবেই চলতি জি৭ সম্মেলনের দিকে ব্যঙ্গের তির ছুঁড়লো চীন।
শুক্রবার (১১ জুন) থেকে ইংল্যান্ডে শুরু হয়েছে এই সম্মেলন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ফ্রান্স, কানাডা, জাপান, জার্মানি, ইতালির মতো উন্নত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা তাতে যোগ দিয়েছেন।
এদিকে ভারচুয়ালি বক্তব্য পেশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যদিও ভারত জি৭ গোষ্ঠীর সদস্য নয়, তবুও জনসনের বিশেষ আমন্ত্রণে বক্তব্য রেখেছেন মোদি। এ পরিস্থিতিতে সম্মেলনকে উদ্দেশ করে হুঁশিয়ারি দিলো বেইজিং।
রোববার (১৩ জুন) লন্ডনে চীনা দূতাবাসের এক মুখপাত্র জানান, ‘‘সেই দিন চলে গিয়েছে, যখন কয়েকটি দেশ মিলে সারা বিশ্বের হয়ে সিদ্ধান্ত নিতো। আমরা বরাবরই বিশ্বাস করে এসেছি সমস্ত দেশ, তারা ছোট হোক বা বড়, শক্তিশালী হোক বা দুর্বল, সকলেই সমান। আর তাই বিশ্বের যে কোনো সিদ্ধান্তই সকলে মিলে নেওয়া উচিত।’’
কিন্তু চীন হঠাৎ এই সম্মেলনের উপরে এতো ক্ষুব্ধ হলো? আসলে মনে করা হচ্ছে, আপাতভাবে এই জি৭ সম্মেলনে করোনার মোকাবিলা ও জলবায়ুর ভারসাম্য রক্ষা করার মতো বিষয়ে আলোচনা করা হলেও নেপথ্যে রয়েছে চীন-বিরোধিতায় একত্রিত হওয়ার মঞ্চ নির্মাণ। স্বাভাবিকভাবে এতেই চটেছে বেজিং।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া-আমেরিকা ঠাণ্ডা যুদ্ধের সমাপ্তি হয়। তারপর থেকে গত তিন দশকে ক্রমশই উত্থান হয়েছে চীনের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন