জিবিনিউজ 24 ডেস্ক //
যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানিয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (১৩ জুন) সকালে মৌলভীবাজার সরকারি কলেজের প্রধান ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা এ দাবি জানান।
মৌলভীবাজার সরকারি কলেজের গণিত ৪র্থ বর্ষের ছাত্র মো. আল আমিন বলেন, দেশে স্বাস্থ্যবিধি মেনে সব কিছু চলতে পারে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন। আমরা শিক্ষার্থীরা বাহিরে বের হচ্ছি, হাট-বাজার, ব্যাংক সব জায়গাই যাচ্ছি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে পারছি না। কেন এই ধরণের পায়তারা চলছে। আজ দেড় বছর ধরে আমাদের মতো লক্ষ লক্ষ শিক্ষার্থীরা তাদের ভবিষৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন। সরকার কেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে না।
ইংরেজী ২য় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মামুন বলেন, ১৬ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। কেউ তিন পরীক্ষা দিয়েছেন তো বাকিগুলো দিতে পারে নাই। এভাবে নাটকিয়তা চলছে। একটি জাতি মেরুদন্ড হচ্ছে শিক্ষা। সেটা থেকে দেড় বছর ধরে বঞ্চিত আমরা। আমাদের মতো অনেক ছাত্র-ছাত্ররা ঝড়ে পড়েছেন। তারা তাদের ভবিষৎ নিয়ে চিন্তিত। অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক।
এছাড়াও বিবিএস ২য় বর্ষের ছাত্র মোয়াজ্জেম হোসেন জুয়েল, রসায়ন ১ম বর্ষের ফাহিম আহমদ চৌধুরীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধরে বক্তারা আরো বলেন, প্রাইমারি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই কোটি শিক্ষার্থী কীভাবে শিক্ষা জীবনে ফিরে আসবে, সে বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। দীর্ঘদিন শিক্ষার্থীদের পড়াশোনার বাহিরে রেখে তাদের মেধা ধ্বংস হয়ে যাচ্ছে। স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী আজ দিশেহারা। এই ধরনের পাঁয়তারা বন্ধ করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হোক।
উল্লেখ্য, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ১৩ জুন ২০২১ পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার ৩০ জুন ২০২১ পর্যন্ত বেড়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন