জিবিনিউজ 24 ডেস্ক //
ইসরাইলে বেনিয়ামিন নেতানিয়াহুর এক যুগের শাসনের অবসান হলো। দীর্ঘ ১২ বছর শাসন করার পর ক্ষমতা হারালেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির নবগঠিত জোট সরকার সংসদের অনুমোদন পাওয়ায় তার বিদায় ঘটল।
নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হলেন ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট। তিনি দেশটির ১৩তম প্রধানমন্ত্রী হলেন।
জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর পরবর্তী দুই বছরের জন্য তিনি মধ্যপন্থী ইয়েস আতিদ পার্টির জাইর লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
দেশটির সংসদে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নাফতালি বেনেট। তার পক্ষে ৬০ এবং বিপক্ষে ৫৯ ভোট পড়ে।
ইসরাইলের নতুন জোট সরকারে মোট আটটি দল রয়েছে। এর মাঝে ফিলিস্তিনপন্থী দলও রয়েছে।
এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলছে। তিনি যদিও অভিযোগ অস্বীকার করেছেন, তবুও সবকিছু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
উল্লেখ্য, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন