আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এম এ রহিম

নিজস্ব প্রতিনিধিঃ

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলার  ১১নং মোস্তফাপুর ইউনিয়নের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এম এ রহিম চেয়ারম্যান পদপ্রার্থী।

সারাদেশে তৃনমুল পর্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সরগরম হয়ে ওঠছে প্রতিটা পাড়া-মহল্লা। মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এম এ রহিম বলেন,বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চাই।

আগামী নির্বাচনে অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হবেন বলে মত প্রকাশ করেন। এ সময় তিনি আরো বলেন,১১নং মোস্তফাপুর ইউনিয়নের যুবকদের মাদক থেকে দূরে রাখার জন্য বিভিন্ন ক্রীড়ামুখি উদ্যোগ গ্রহণ করেছি,এবং যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি।আমি তাদের জন্য একটি স্লোগান লিখেছি আর সেটি হল “ক্রীড়া মুখি তরুণ চায়”মাদক মুক্ত সমাজ চায়”আমি যুবকদের উন্নায়নে কাজ করতে চায় এবং এলাকায় আগামীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা, এলাকার মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নায়নে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন ।

ইউনিয়নবাসীকে  সাথে নিয়ে ডিজিটাল মোস্তফাপুর ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ। সর্বশ্রেণীর ভোটারদের সহযোগিতা আর দোয়া কামনা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন