জিবিনিউজ 24 ডেস্ক //
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। আশার কথা হচ্ছে সংক্রমণ ও মৃত্যু কমে এসেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই হাজার ৭২৬ জনের।
এ ছাড়া দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৪৭১ জন। ফলে গত কয়েক সপ্তাহের তুলনায় ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে।
দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৭ হাজার ৩১ জনে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৪৭১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন। এর আগে সোমবার দেশটিতে তিন হাজার ৯২১ জনের মৃত্যু হয়, আক্রান্তের সংখ্যা ছিল ৭০ হাজার ৪২১ জন।
মঙ্গলবার পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৩৮ লাখ ২৭ হাজার ৭৪৮ জনের, আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৯১৯ জন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন