তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৮০২ কোটি টাকা

 জিবিনিউজ 24 ডেস্ক //

দিন যতই যাচ্ছে খেলাপি ঋণ ততই বাড়ছে। করোনাকালে দেওয়া বিশেষ সুবিধাও খেলাপি ঋণ কমাতে কাজে লাগেনি। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৮০২ কোটি টাকা।

মঙ্গলবার (১৫ জুন) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ হাজার ৮৫ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ছিল ৮৮ হাজার ২৮৩ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৮০২ টাকা। ২০২০ সালের মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯২ হাজার ৫১০ কোটি টাকা। সে হিসেবে গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৫৭৪ কোটি টাকা।

এদিকে, চলতি হিসাববছরে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১১ লাখ ৭৭ হাজার ৬৫৮ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর ঋণ বিতরণের পরিমাণ ছিল ১১ লাখ ৫৮ হাজার ৭৭৫ কোটি টাকা।

চলতি বছরের প্রথম প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ২ লাখ ৭ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৪৩ হাজার ৪৫০ কোটি টাকা। যা ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ১৯ দশমিক ৬৭ শতাংশ।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত তিনটি ব্যাংক গত মার্চ পর্যন্ত ৩০ হাজার ৫৯২ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে এসব ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৪ হাজার ৬২ কোটি টাকা।

গত মার্চ পর্যন্ত বেসরকারি ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ৮ লাখ ৭৯ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯০ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪০ হাজার ৩৬১ কোটি টাকা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন