সি পি এ এম ইউকে ক্রিকেট টুর্নামেন্টে সিজান-৫ (২০২০) চ্যাম্পিয়ন মৌলভীবাজার লিজেন্ডস

আবদুস সালাম।। 

ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন মৌলভীবাজার (সি পি এ এম ইউকে) এর আয়োজনে ৮ টি দলের অংশ গ্রহণে ২৯ ম্যাচের লড়াই শেষে  গত ১লা সেপ্টেম্বর মঙ্গলবার পোর্টসমাউথ এর হার্বার ক্রিকেট গ্রাউন্ডে  জমকালো ফাইনালের মধ্য দিয়ে  পরিসমাপ্তি হল  সিপিএএম ইউকে ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ সিজন ৫ এর ফাইনাল খেলা,
মৌলভীবাজার লিজেন্ড বনাম এম সি সি লন্ডন এর মধ্যে প্রতিদ্ধন্ধিতাপূর্ণ ফাইনালে এম সি সি লন্ডনকে ৮ উইকেটে পরাজিত করে মৌলভীবাজার লিজেন্ডস উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে । 
ফাইনাল এ ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন সৈয়দ করিম রুমেল।


টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি ৬ টি দল ছিল - কার্ডিফ চ্যালেঞ্জর্স, আর কে চেলেন্জার্স, কিংস অফ নর্থ লন্ডন, বোম্বাস্টিক বোলস এসেক্স, আনবিটেন ইলেভেন বার্মিংহাম এবং পোর্টসমাউথ রয়াল্স।
মৌলভীবাজার এর ইউকে প্রবাসী বিভিন্ন এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশ নেন।
ফাইনাল খেলা শেষে সিপিএম  ইউকে এর আমন্ত্রনে পোর্টসমাউথ এর একটি স্থানীয় রেস্তোঁরায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ও ডিনার পার্টির আয়োজন করা হয়।
সি পি এ এম ইউকের সাধারণ সম্পাদক সৈয়দ এলাহী পাপ্পু এর পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সি পি এ এম ইউকের সভাপতি রেদওয়ান আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মসুদ আহমেদ ( সভাপতি বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন পোর্টসমাউথ) , বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী তাহির আহমেদ, মুক্তিযাদ্ধা জনাব শেখ ফরমুজ আলী, মুরাদ আহমেদ সাবেক আহবায়ক সিপিএএম ইউকে, আবদুস সালাম সাবেক সভাপতি সিপিএম ইউকে, বিশিষ্ট ব্যবসায়ী ছালেহ আহমদ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য মঞ্জুর মোর্শেদ, আব্দুল কাইয়ূম ফয়সাল সাবেক ক্রিকেটার,মহি উদ্দিন অপু সাবেক ক্রিকেটার,আকলাছুল মুমিন, নিজাম আহমেদ, নোমান আহমেদ দুয়েল, তুহেল খান, সৈয়দ করিম ছায়েম, এ বি জুনেদ, সইফুল ইসলাম শিপু, সৈয়দ আব্দুল করিম টিপু।   ,সিপার আহমদ, কাইয়ুম খান, জীবন আল-আমিন, হুমায়ুন রশিদ,আব্দুল আলিম, মিশকাত সাইদ, সাব্বির আহমেদ ফয়েজ প্রমুখ

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সি পি এ এম ইউকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করে, 
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সহ ২৮ টি লীগ খেলার ম্যান অব দ্য ম্যাচ এবং মৌলভীবাজার লিজেন্ডস এর খেলোয়ার সৈয়দ করিম রুমেল তার ব্যটিং-বোলিং অল রাউন্ডিং নৈপুন্যের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ইমরান হোসেন সেরা ব্যাটসম্যান ও সেরা উইকেট কিপার এবং মো: নজরুল ইসলাম সেরা বোলার নির্বাচিত হন। বিজয়ী ও রানার-আপ দলকে ও খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়।এছাড়াও মৌলভীবাজারের জেলার  ক্রিকেট উন্নয়নে অনন্য অবদানের জন্য জনাব আব্দুল মুকিত চৌধুরীকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

সি পি এ এম ইউকের সভাপতি রেদওয়ান আহমেদ বলেন- মৌলভীবাজারের প্রত্যন্ত অঞ্চলের ইউকে প্রবাসীদেড় জন্য আমাদের এই অসামান্য আয়োজনে যারা সহযোগিতা করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ, এবং সামনের বছরগুলোতে আরো বৃহৎ আকারে আমাদের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।"

প্রধান অতিথি জনাব মসুদ আহমেদ বলেন, সি পি এ এম ইউকের এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের প্রবাসী মৌলভীবাজারিদের একটি প্লাটফর্মে এনে খেলার মাধ্যমে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করার এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই।

সাবেক সিপিএএম ইউকে আহবায়ক মুরাদ আহমেদ বলেন- ধন্যবাদ জানাচ্ছি সিপিএএম ইউকে পরিচালনা কমিটির সদস্য সকল সদস্যবৃন্দকে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই টুর্নামেন্টটি অত্যন্ত সফল এবং সার্থকভাবে শেষ হয়েছে। ভালোবাসায় আগলে রাখবেন আমাদের সকলের প্রাণের প্রিয় সংগঠন সিপিএম ইউকেকে, এগিয়ে যাক সিপিএম ইউকে সকলের  সহযোগিতায়।

সাবেক সভাপতি আবদুস সালাম বলেন- আমি ধন্যবাদ জানাচ্ছি সকল স্পন্সরদের যারা বিগত বছরগুলোতে এবং বর্তমান এই কঠিন দুর্যোগ সময়েও সি পি এ এম ইউকেকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে এই টুর্নামেন্টটি অত্যন্ত সফল এবং সার্থকভাবে শেষ হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী ও স্পন্সর ইকবাল মিয়া বলেন- ব্রিটেনের প্রবাসীদের সবচেয়ে বড় ক্রিড়া সংগঠন সিপিএএম ইউকে এর পাশে থাকতে পেরে আমি গর্বিত, আমি সিপিএম ইউকের উত্তর উত্তর সাফল্য কননা করি। 

ক্রীড়া প্রতিবেদকের সাথে কথা বলেন সিপিএম ইউকে এর সাধারণ সম্পাদক সৈয়দ এলাহী পাপ্পু তিনি বলেন-  আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় সফল ভাবে সম্পূর্ণ করতে পেরেছি এই বিশাল টুর্নামেন্ট এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সকল স্পন্সরদের প্রতি। ধন্যবাদ জানাই  সিপিএএম ইউকের প্রাণ সকল সদস্যদের ও শুভানুধ্যায়ীদের যাদের প্রাণবন্ত উপস্থিতি আমাদের এই টুর্নামেন্ট কে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
তিনি আরও বলেন সিপিএএম ইউকে “ম্যানেজিং কমিটির অক্লান্ত পরিশ্রমই আমাদের টুর্নামেন্টের সফলতার কেন্দ্রবিন্দু"

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন