জিবিনিউজ 24 ডেস্ক //
ভারতের পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত মারা গেছেন। কিডনি বিকল হয়ে বুধবার (১৬ জুন) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৭১ বছর।
১৯৮৪ সালে সৌমিত্র চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’তে দেখা গিয়েছিলো স্বাতীলেখা সেনগুপ্তকে। এরপর আর দীর্ঘদিন রূপালী পর্দায় দেখা না গেলেও মঞ্চে নিয়মিত অভিনয় করেছেন গুণী এই শিল্পী। নান্দীকার নাট্য দলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
২০১৫ সালে প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বেলাশেষে’ ছবিতে ফের সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে দর্শক-সমালোচকদের ব্যাপক প্রসংশা কুড়িয়েছিলেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন