জিবিনিউজ 24 ডেস্ক //
হৃদয়ের কথা শুনে চলছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার প্রাক্তন স্বামী রোশন আদালতে গিয়ে শ্রাবন্তীর সঙ্গে নতুন করে সংসার করতে চাইলেও সে দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। তিনি এখন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে আকুল।
সদ্যই অভিরূপের জন্মদিনে হীরের আংটি পরিয়ে দিয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তী এই উপহারের কথা প্রকাশ্যে না আনলেও অভিরূপের ফেসবুক প্রোফাইলে দেখা গিয়েছে আংটির ছবি।
অভিরূপ তার আঙুলে প্রেমের আংটি পরা ছবির উপরে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া...ধন্যবাদ।
এই গুরুত্বপূর্ণ মানুষ যে শ্রাবন্তী তা ইন্ডাস্ট্রির কারো জানতে বাকি নেই। তবে সকলেই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
আংটির ছবি দেখে বোঝা যাচ্ছে, সেটি যেমন তেমন আংটি নয়। প্রথমে ইংরিজির ‘আই’ অক্ষরের চিহ্ন। তার পরে প্ল্যাটিনামের উপর বসানো দ্যুতিময় হিরে। তার পাশেই হৃদয়ের চিহ্ন। শ্রাবন্তী যে অভিরূপকে কতোটা ভালোবাসেন এই আংটিই তার প্রমাণ।
নতুন প্রেমের কথা প্রকাশ্যে আনেননি শ্রাবন্তী। এই ভরা বর্ষায় তার জীবনে বৃষ্টি পড়ছে নব রূপে। রাজনীতির খেলা শেষ হতেই নায়িকা আর তার প্রেমিক ২ দিনের জন্য ঘুরে এসেছিলেন পাহাড়ে।
কাকপক্ষীও টের পায়নি। এমনই সাবধানতা। যদিও তার কয়েকদিন পর থেকেই অবশ্য শ্রাবন্তীর ইনস্টাগ্রাম পাহাড়ের ছবিতে ভরে উঠেছিলো। একাই নায়িকা পাহাড়ের সঙ্গে তার ছবি দিয়েছিলেন। ছবিগুলোর কোথাও ‘থ্রো ব্যাক’ বা পুরোনো ছবিও লেখা ছিলো না।
অভিনেত্রী আর ব্যবসায়ীর রসায়ন টলি-পাড়ায় খুব পরিচিত বিষয়। তবে এই ব্যবসায়ী আবার অভিনেত্রীর পড়শি। ফলে প্রেম ঘন হতে খুব বেশি সময় লাগেনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন