সিলেটে ট্রাফিক পক্ষের দ্বিতীয় দিনে যত মামলা, যত গাড়ি জব্দ

   জিবিনিউজ 24 ডেস্ক //

সিলেটে চলছে ট্রাফিক পক্ষ। ট্রাফিক পক্ষের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৭ জুন) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।

দিনভর অভিযানে ১১৮ টি যান জব্দ ও যানবাহন মালিকদের বিরুদ্ধে ২০৬টি মামলা  করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, ট্রাফিক পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ নগরীর হুমায়ুন রশীদ চত্বর, বন্দরবাজার, শেখঘাট পয়েন্ট, শিবগঞ্জ পয়েন্ট ও ওভারব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে এবং বিভিন্ন সড়কের অভিযান পরিচালনা করে মোট ১৩৫টি মামলা ও ৯২টি গাড়ি জব্দ করা হয়।

এছাড়াও ট্রাফিক বিভাগের কিউআরটি টিম বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ৪৪টি মামলা ও ১২টি যানবাহন জব্দ করে।

তাছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত ট্রাফিক পুলিশ ২৬টি মামলা ও ১৪ টি গাড়ি জব্দ করে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন