মোয়াজ্জেম চৌধুরী
নজরুল তুমিই কবি
তুমিই তো মানুষ
তাইতো ক্ষুধার ঠাকুর
বলে চালালে কলমের কালি,
তুমিই তো মানুষ
কে বলে তুমি জাতীয় কবি
তুমিই তো বিশ্ব কবি
তোমার লেখায় ক্ষুধার্ত পায় তার গুনগান,
কে ভাবে এমন করে
কে আছে কোথায় কেমন করে
রাত্রি যাপন করে,
ক্ষুধার রাজ্যে তালা দিয়ে নিশ্চুপ অভিমানে,
তুমিই এমন করে বলে দিলে
বুঝেনি কি কেহ,
মন্দির মসজিদ সব তাদেরই দখল
প্রভূর পূজা করবো কি করে
সারাদেহ যে বারবার কাঁপে,
রাত্রি আধারে স্বপ্ন ভেসে যায়
চোখেরই জলে,
তুমিই মানুষ তুমিই বিশ্ব কবি,
তোমার কালিতে ভোগ হয় অন্তরে,
তুমি আর ওমর থাকতে যদি বেঁচে
কত অভাগা রাতের আধারে পেয়ে যেত অধিকার,
নেই বাদশা ওমর
নেই তুমি কবি নজরুল,
কি করে করবে পূজা পূজারীরা
নেই যে তালা দেয়া মন্দির আর মসজিদের চাবি,
কে চালাবে হাতুড়ি
কে ভেঙ্গে দিবে তালা দেয়া সকল দ্বার
কেউ নেই কেউ বা আছে অজানায়
ডেকে ডেকে যদি পাই সাড়া,
তাহলে হয়তো জলবে না আর
ক্ষুধার মানিক ঝড়বে না আর জল,
জয় হোক জয় হোক
তোমাদের জয় হোক আজ।
একদিন হবে দেখা ঐ না
বিশাল মাঠে,
আজ না হয় বুঝে গেলে ভুল
কাল শেষ বিচারালয়ে ফয়সালা হয়ে যাবে নিশ্চয়।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন