সুনামগঞ্জে ভূয়া কবিরাজ সেজে ফেসবুকে প্রতারণা: গ্রেফতার ৩

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ: সুনামগঞ্জে কবিরাজ সেজে ফেসবুকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- জেলার সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর গ্রামের কালা মিয়ার ছেলে আনোয়ার হোসেন উসমান (২২), একই গ্রামের রজব আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৩) ও মৃত শফিক মিয়ার ছেলে আক্তার হোসেন (৩৫)। আজ শুক্রবার (১৮ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাঘারে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- ভূয়া কবিরাজ সেজে ফেসবুকের মাধ্যমে লোকজনের সাথে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিল আনোয়ার হোসেন উসমান, সাদ্দাম হোসেন ও আক্তার হোসেন। এই বিষয়টি জানতে পেরে গতকাল বৃহস্পতিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টায় সোনাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করে র‌্যাব। ওই সময় তাদের কাছ থেকে ২টি রুপার চেইন, ৩টি মোবাইল ও নগদ ১২হাজার ২শত টাকা উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত ৩জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৪ (২)/ ২৬(২)/৩৫ ধারায় একটি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করে র‌্যাব সদস্যরা। সুনামগঞ্জ সদর থানার ওসি শহিদুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন