কোপায় আর্জেন্টিনার প্রথম জয়

জিবি নিউজ ডেস্ক ।।

আগের ম্যাচে চিলির কাছে আটকে গিয়েছিল আর্জেন্টিনা। তাই কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে জেতাটা জরুরি ছিল। তবে কাজটা যে সহজ হবে না এটা জানাই ছিল। সুয়ারেজ, কাভানি, ভালভার্দের বিপক্ষে জয় নিয়ে ফেরাটা মোটেও সহজ বিষয় নয়। কিন্তু শেষ পর্যন্ত কোপার চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে মেসি-ডি মারিয়ারা। শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সালোনির দল।

খেলায় আর্জেন্টিনার লিড পেতে সময় লাগেনি। আর এই গোলের কারিগর সেই লিওনেল মেসি। ম্যাচের ১৩ মিনিটে কর্ণার পায় আর্জেন্টিনা। রডরিগো ডি পল লম্বা শট না নিয়ে ছোট পাস দেন মেসিকে। তাঁর দুরন্ত ক্রসে মাথা ঠেকিয়ে গোল করেন গুইডো রদ্রিগেজ। প্রথমার্ধে আর্জেন্টিনারই দাপট ছিল। অ্যাটাকিং থার্ডে প্রচুর আক্রমণ তুলে নিয়ে এলেও গোল পায়নি দলটি।

অন্যদিকে প্রথমার্ধে একেবারে নিস্প্রভ ছিলেন সুয়ারেজ-কাভানিরা। দলটির মাঝমাঠের খেলা থেকে সেভাবে বলই পায়নি সুয়ারেজ-কাভানি।

দ্বিতীয়ার্ধে মাঝমাঠে দুটি বদল করে দলে হাল ফেরানোর চেষ্টা করেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বলের দখল বেশি থাকলেও গোল করার মতো সেইরকম ইতিবাচক সুযোগ পায়নি আর্জেন্টিনা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন