মৌলভীবাজার হাসপাতালে রোটারির মেডিকেল সামগ্রী সহায়তা 

মৌলভীবাজার প্রতিনিধি ॥

রোটারি আর আই গ্লোবাল (গ্রান্ট নং ২০১৭১৫) এর পক্ষ থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালয়ে উন্নত মেডিকেল সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এই হস্তান্তর কর্মসুচির উদ্বোধন করেন। আনুষ্ঠানিক ভাবে মেডিকেল সামগ্রী হাসপাতালের তত্তাবধায়ক পার্থ সারথী দত্ত কানোনগর নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ২০১৯-২০ সনের জেলা গভর্ণর লে.কর্নেল অব.আতাউর রহমান পীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট প্রাক্তন ফার্স্ট ল্যাডি ফিরোজা রহমান,প্রজেক্ট চেয়ারপারসন রোটাঃ পিপি মোঃ মিজানুর রহমান, রোটাঃ পিপি সাহেদ হোসেন, পিপি কামাল উদ্দিন ভুইয়া,রোটাঃ পিই আলী আশরাফ চৌধুরী। এছাড়া রোটারী ক্লাব মিডটাউনের প্রাত্তন সভাপতি রোটারিয়ান বকসী ইকবাল আহমদ, বর্তমান সভাপতি আমিন উদ্দিন বাবু,মৌলভীবাজার সেন্ট্রালের প্রাক্তন সভাপতি ডা.ছাদিক আহমদ,ডেপুটি গর্ভণর এ এইচ এম সাহাব উদ্দিন আহমেদ,রোটারিয়ান শেখুল ইসলাম তালুকদার প্রমুখ। পরবর্তীতে ক্লাব সভাপতি আমিন উদ্দিন বাবুর সভাপতিত্বে দ্বিতীয় পর্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা হাসপাতালের তত্তাবধায়ক পার্থ সারথী দত্ত কানোনগো ও আরএমও ফয়ছল আহমদ। বক্তারা  বলেন করোনাকালীন দুর্যোগপূর্ণ সময়ে রোটারি ক্লাবের মেডিকেল সামগ্রী এই হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন