মৌলভীবাজার প্রতিনিধি ॥
মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভায় দেশের ইতিহাসের ৫০তম প্রস্তাবিত বাজেটে করোনাকালেও শ্রমিক-কর্মচারীদের স্বার্থে কোন কিছুই রাখা হয়নি বলে মন্তব্য কলেছেন বক্তারা। তারা বলেন বৈশ্বিক মহামারি মোকাবেলায় শ্রমজীবী জনগণের জীবন ও জীবিকা রক্ষার প্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটে কোন দিক নির্দেশনা নেই। শুক্রবার রাতে শহরের কোর্ট রোড¯ ’(মনুসেতু সংলগ্ন) কার্যালয়ে রিকশা শ্রমিক ইউনিয়নের সভায় বক্তারা এ কথা বলেন। জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়ার সভাপতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাস সুমন ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, রিকশা শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন ও জসিমউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান খোকন, সদস্য মনছুর আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন ‘সরকারের কাছে নতুন দরিদ্রদে পূর্ণাঙ্গ হিসাব নেই’ বলে বাজেটত্তোর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করে বলেন বিভিন্ন সংস্থার গবেষণায় উঠে এসেছে করোনাকালে গত এক বছরে নতুন করে আড়াই কোটি মানুষ দরিদ্র হয়েছেন এবং ৬২ শতাংশ শ্রমিক কাজ হারিয়েছেন। অথচ সরকার যেমন এই কর্মহীন দরিদ্র মানুষের হিসাব রাখেনি; তেমনি এই বাজেটে কর্মহীন দরিদ্র মানুষের জন্যও কিছুই রাখার প্রয়োজন মনে করেনি।
মৌলভীবাজারে করোনার ভ্যাকসিন শুরু : বাড়ছে সংক্রমন
মৌলভীবাজার প্রতিনিধি ॥ আবারও শুরু হয়েছে মৌলভীবাজারে কোভিড-১৯ করোনার ভ্যাকসিন। ইতোমধ্যে যে সকল ব্যক্তি ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রশন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোন ভ্যাকসিন পাননি তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে। মৌলভীবাজারে সর্ব শেষ ১৯ জুন করোনার নমুনা সংগ্রহের রিপোর্ট অনুয়ায়ি ২৪.৬ ভাগ আক্রান্ত মিলেছে। জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান ১৮ জুন ৮ হাজার ৪ শত ডোজ কোভিড-১৯ এর টিকা চীনের দেয় উপহার সিনোফার্ম কোম্পানীর ভ্যাকসিন মৌলভীবাজারে এসে পৌঁছেছে।
শনিবার ১৯ জুন হইতে প্রতিদিন সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত (শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত) শুধু মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নি¤েœ উল্লেখিত শর্তাবলী পালন সাপেক্ষে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়। প্রথম দিনে ৩২ জন ভ্যাকসিন গ্রহন করেন বলে তিনি জানিয়েছেন।
নিষেধ অমান্য করে রেস্টুরেন্ট পার্টি ৬৫ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি ॥ নিষেধাজ্ঞা অমান্য করে রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। শুত্রুবার করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য বিষয়ক অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার শহরে এম সাইফুর রহমান সড়কের ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিয়ের আপ্যায়ন অনুষ্ঠান আয়োজন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম ওয়েস্টার্ন প্লাজা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার কতৃপক্ষকে ৫০ হাজার টাকা এবং অনুষ্ঠানের আয়োজক পক্ষকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন