জিবিনিউজ 24 ডেস্ক //
মাসখানেক হলো স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। এদিকে শনিবার (১৯ জুন) থেকে অনলাইনে মাহির দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি মাহি অস্বীকার করেছেন।
যখন সামাজিক মাধ্যমে মাহির বিয়ের গুঞ্জন নিয়ে চর্চা চলছে ঠিক তখন মাহি ফেসবুকে সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি।
রোববার (২০ জুন) দুপুরের সেই পোস্টে মাহি লেখেন, ‘তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমিতো তোমার দিকেই চেয়ে থাকি, চোখ তো অন্যদিকে যায় না। ’
২০১৬ সালের সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন মাহি। সম্প্রতি তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। যদিও তাদের সংসারে বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মাহি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন