মুক্তিযোদ্ধা সংগঠক রাজা মিয়ার ইন্তেকালে ব্রিটেন প্রবাসীদের শোক প্রকাশ

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

লুটন বাঙালী কমিউনিটির পরিচিত মূখ, প্রবাসী বীর মুক্তিযোদ্ধা সংগঠক, সমাজ সেবক বুরহান উদ্দিন রাজা মিয়া ১৭ জুন লুটনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি…. রাজিউন)।

সেবক বুরহান উদ্দিন রাজা মিয়া বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বৃটেনের লুটন বেডফোর্ড শেয়ারের বৃটিশ বাংলাদেশী কমিউনিটি পক্ষ থেকে লুটনের সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ছিলনে। ১৯৬০-৭০ দশকে তিনি আশে পাশের শহর গুলোর বাঙালী কমিউনিটির সেবক হিসাবে অত্যন্ত পরিচিত ছিলেন।

বাংলাদেশী প্রবাসীরা কিভাবে লন্ডনে এসে স্হায়ীভাবে বসবাস করতে পারেন এজন্য তিনি আজীবন চেষ্টা করে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাঁর ভুমিকা ছিল চিরস্মরণীয়। বাংলার মানুষ আজীবন তাঁকে শ্রদ্ধা আর ভালবাসায় স্মরন করবে।

এই মহাপুরুষের মৃত্যুতে শোক
প্রকাশ করেন লুটনের সর্বজন শ্রদ্ধেয় বেরিপাক মসজিদের সভাপতি হাজী আবুল হুসেন, জালালাবাদ মসজিদের সভাপতি হাজী মনসুর খাঁন, লুটন আওয়ামীলীগের সভাপতি হাজী সাজ্জাদুর রহমান, সাবেক কাউন্সিলার আব্দুর রকিব, সাবেক লুটন মেয়র তাহের খাঁন, সাবেক কাউসিলার ইরাক চৌধুরী, ড: নাজিয়া খানম (অ বি ই) ফাতেমা ইসলাম, কমিউনিটি নেতা আসুক আহমদ (এম বি ই) সহির উদ্দিন মিন্টু, হাজী খলিলুর রহমান ( সাবেক সভাপতি লুটন বিজনেস ফোরাম) বি সি এর সাবেক সেক্রেটারী অলি খাঁন, লুটন বিজনেস ফোরামের সভাপতি ফয়ছল আহমদ, কমিউনিটি নেতা গৌসুর রহমান, হাজী মশাহিদ আলী বেলাল, কাজী সাদেক, হাজী সানাওর চৌধুরী, শামীম আহমদ,মোস্হাফিজুর রহমান চৌধুরী রুহুল, আব্দুর রহীম,ডা: রুহুল আমিন, সৈয়দ নজরুল ইসলাম,মজনু মিয়া, ফিরুজুল হক, হাজী সোয়াব আলী, হাজী আব্দুল মতিন, ফরিদ আহমদ, শামসুল আলম মাখন, নজরুল ইসলাম,হারুন মিয়া, দিলওয়ার আহমদ শাহান, হাজী আবুল কাসেম, ফরহাদ আহমদ, শাহরিয়ার আহমদ সুমন,হাজী আবুল কালাম, মনজুর আহমদ শাহনাজ,হাজী সুরুক মিয়া,হাফিজ জাহাঙ্গীর, ফজিলত আলী খাঁন, মো সিদ্দিকুর রহমান জয়নাল, আব্দুল বাছিত চৌধুরী প্রমুখ।

তারা এই শোক প্রস্তাবে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন